
প্রকাশিত: Tue, Mar 21, 2023 4:02 PM আপডেট: Tue, May 13, 2025 10:35 AM
ঔপন্যাসিক ও নাট্যকার অমিয়ভূষণ মজুমদারের জন্মদিন, তাঁর প্রথম উপন্যাস হলো ‘গড় শ্রীখণ্ড’
আশিক নূরী : [১] অমিয়ভূষণ মজুমদার ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকার। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তাঁর সাহিত্যকর্ম ব্যাপ্ত ছিল। তাঁর সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তিনি ১৯৮৬ সালে তাঁর ‘রাজনগর’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন।
[২] অমিয়ভূষণ ১৯১৮ মালের ২২ মার্চ কোচবিহারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বাবু অনন্তভূষণ মজুমদার ছিলেন বর্তমান বাংলাদেশের পাবনা জেলার পাকশির জমিদার। তাদের পরিবারের আসল পদবি ছিল ‘বাগচি’ আর তারা ছিলেন জাতিতে বারেন্দ্র ব্রাহ্মণ। [৩] অমিয়ভূষণ ইংরেজি সাহিত্যের সাম্মানিক স্নাতক হলেও গণিত, ইতিহাস, দর্শন, ভূগোল, সংস্কৃত এবং আইনশাস্ত্রে দক্ষ ছিলেন। তিনি প্রথাগত পড়াশোনা বন্ধ করে কোচবিহার মুখ্য ডাকঘরে গ্র্যাজুয়েট করণিক হিসাবে যোগ দেন পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য। [৪] অমিয়ভূষণ মজুমদারের প্রথম প্রকাশিত রচনা হলো ‘দ্য গড অন মাউন্ট সিনাই’ নামের একটি নাটক।
এটি মন্দিরা পত্রিকায় প্রকাশিত হয়েছিল ১৯৪০ এর দশকে। তাঁর প্রথম উপন্যাস ‘গড় শ্রীখণ্ড’ ও দ্বিতীয় উপন্যাস ‘নয়নতারা’। [৫] অমিয়ভূষণের উল্লেখযোগ্য গ্রন্থতালিকায় রয়েছে- উপন্যাস : ‘গড় শ্রীখণ্ড’, ‘নয়নতারা’, ‘দুখিয়ার কুঠি’, ‘নির্বাস’ ও ‘মধু সাধুখাঁ’..... প্রবন্ধ : ‘লিখনে কি ঘটে’..... নাটক : ‘দ্য গড অন মাউন্ট সিনাই’। তিনি ‘১৯৭২ সালে ত্রিবৃত্ত পুরস্কার’, ‘১৯৮৪ সালে উত্তরবঙ্গ সংবাদ সাহিত্য পুরস্কার’, ‘১৯৮৬ সালে রাজনগর উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার’ ও ‘২০০১ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট’ অর্জন করেন। অমিয়ভূষণ ৮ জুলাই ২০০১ সালে মারা যান।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
